Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ইওএস-০৯ কৃত্রিম উপগ্রহ পাঠানোর মিশন ব্যর্থ হয়েছে। রোববার (১৮ মে) ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি-সি৬১ রকেটের মাধ্যমে কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। তবে উৎক্ষেপণের কিছুক্ষণ পরই তৃতীয় ধাপে যান্ত্রিক ত্রুটি ধরা পড়লে পুরো অভিযান বাতিল করা হয় এবং রকেটটিকে মহাকাশেই ধ্বংস করে দেওয়া হয়।
ইসরোর প্রধান ভি নারায়ণান লাইভ সম্প্রচারের মাধ্যমেই মিশনের ব্যর্থতার বিষয়টি স্বীকার করেন। পরে ইসরো এক্স প্ল্যাটফর্মে এক বিবৃতিতে জানায়, “পিএসএলভি-সি৬১ মিশনের দ্বিতীয় ধাপ পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। তবে তৃতীয় ধাপে একটি গুরুত্বপূর্ণ ত্রুটির কারণে অভিযানটি শেষ করা যায়নি।”
ইওএস-০৯ উপগ্রহটির ওজন ছিল ১,৬৯৬ কেজি এবং এটি সূর্য-সিঙ্ক্রোনাস কক্ষপথে পাঠানোর পরিকল্পনা ছিল। তবে উৎক্ষেপণের ২০৩ সেকেন্ড পর তৃতীয় ধাপে থাকা মোটরে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়, যার ফলে রকেটের কক্ষপথে প্রবেশ ব্যর্থ হয়।
ইসরোর রেকর্ড অনুযায়ী, ২০১৭ সাল থেকে পিএসএলভি রকেট ৬৩টি অভিযানে ব্যবহৃত হয়েছে। এর মধ্যে তিনটি সম্পূর্ণ ব্যর্থতার ঘটনা ঘটেছে। মিশন ব্যর্থতার কারণ অনুসন্ধানে ইতোমধ্যেই কাজ শুরু করেছে ইসরোর প্রকৌশলীরা।
এই ব্যর্থতা ভারতের মহাকাশ কার্যক্রমে সাময়িক ধাক্কা দিলেও, ইসরো জানিয়েছে—তারা শিগগিরই পরিস্থিতি মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেবে।