Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির দেশ ছাড়ার পরিকল্পনার কথা জানিয়ে আলোচনায় এসেছেন। সম্প্রতি একটি ইভেন্টে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো, এটাই আমার নতুন পরিকল্পনা।”
সালমান জানান, শখ ও স্বপ্ন পূরণের পর তিনি বিদেশে গিয়ে পরিবার গড়তে চান। তাঁর ভাষায়, “বাইরের দেশের পরিবেশ, জীবনযাত্রার মান সব দিক দিয়ে ভালো। ছোটবেলা থেকেই আমার ইচ্ছা ছিল বিদেশে যাওয়ার, আমি অবশ্যই যাব।”
তিনি আরও বলেন, “আমি এখন বাংলাদেশ নিয়ে কথা বলি কারণ এ দেশে থাকি। যখন থাকব না, তখন আর দেশের বিষয়ে কিছু বলার অধিকারও থাকবে না।” তবে দেশ ছাড়লেও ভবিষ্যতে দেশের জন্য কিছু করার সুযোগ এলে তা করবেন বলেও জানান এই ইউটিউবার-অভিনেতা।