Your Ads Here 100x100 |
---|
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মাইগ্রেশন ফি বাতিলের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা।রবিবার (১৮ মে) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসেমের কাছে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০২৪–২৫ শিক্ষাবর্ষে কুবিতে ভর্তি ফি অতিরিক্ত হারে নির্ধারণ করা হয়েছে। কিছু বিভাগে ভর্তি ফি প্রায় ২২,০০০ টাকা পর্যন্ত নির্ধারিত হয়েছে। এছাড়া বিভাগ পরিবর্তন বা মাইগ্রেশনের ক্ষেত্রে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে, যা শিক্ষার্থীদের জন্য একটি বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে।
‘ইনকিলাব মঞ্চ’-এর আহ্বায়ক হান্নান রাহিম বলেন, “ভর্তির পর মাইগ্রেশন করতে গিয়ে শিক্ষার্থীরা নানা বিড়ম্বনায় পড়ছে। অনেকেই অতিরিক্ত খরচের ভয়ে মাইগ্রেশন থেকে বিরত থাকে। বিভাগভিত্তিক অতিরিক্ত টাকা আদায় একপ্রকার অন্যায়। আমরা এর প্রতিবাদে স্মারকলিপি দিয়েছি।”
ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোজ্জাম্মেল হোসাইন আবির বলেন, “ভর্তির সময় প্রায় ২০–২২ হাজার টাকা দিতে হয়, আবার মাইগ্রেশনে নতুন ফি দিতে হয়। এতে সাধারণ পরিবারগুলো আর্থিক চাপে পড়ে যায়।”
ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, “গুচ্ছব্যবস্থা থেকে বের হয়ে এবার আমরা স্পষ্টভাবে দাবি তুলেছি—শুধুমাত্র চূড়ান্ত বিভাগেই ফি প্রদান করতে হবে।”
উপাচার্য শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে শিক্ষার্থীরা জানিয়েছেন, সোমবার (১৯ মে)-এর মধ্যে দাবি মানা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন।