27.4 C
Dhaka
রবিবার, মে ১৮, ২০২৫

দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, ফিনল্যান্ডে নিহত ৫

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

দক্ষিণ-পশ্চিম ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ মে) মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ফিনিশ পুলিশ।

ঘটনাটি ঘটে ফিনল্যান্ডের কাউত্তুয়া শহরের নিকটবর্তী এক জঙ্গলে, যেখানে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে ওহিকুলকুটি সড়ক থেকে প্রায় ৭০০ মিটার দূরে।

ফিনল্যান্ডের জাতীয় তদন্ত ব্যুরোর (NBI) ডিটেকটিভ চিফ ইনস্পেক্টর জোহানেস সিরিলা জানিয়েছেন, দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে। প্রাথমিক তদন্ত অনুযায়ী, দুটি হেলিকপ্টারই এস্তোনিয়া থেকে উড্ডয়ন করেছিল। একটিতে তিনজন এবং অন্যটিতে দুইজন যাত্রী ছিলেন, যাঁরা সবাই ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শী আন্টি মারজানেন জানিয়েছেন, তিনি দুর্ঘটনার সময় একটি হেলিকপ্টারকে অন্যটিকে ধাক্কা দিতে দেখেছেন। ইলতালেহতি সংবাদপত্রের এক প্রতিবেদনে তিনি জানান, সংঘর্ষের পরই দুটি হেলিকপ্টারই আছড়ে পড়ে।

আরও জানা গেছে, একটি হেলিকপ্টার এস্তোনিয়ায় এবং অন্যটি অস্ট্রিয়ায় নিবন্ধিত ছিল। তবে উভয়টিই ছিল একটি এস্তোনিয়ান কোম্পানির মালিকানাধীন। পোরি এভিয়েশন ক্লাবএর সূত্রে জানা গেছে, দুটি হেলিকপ্টার একটি শখভিত্তিক বিমান চলাচল সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিল।

এই দুর্ঘটনার পর ফিনল্যান্ডের জাতীয় তদন্ত ব্যুরো, স্থানীয় পুলিশ এবং এভিয়েশন ক্লাব যৌথভাবে তদন্ত শুরু করেছে। ফিনল্যান্ড এস্তোনিয়ার কর্তৃপক্ষ এই তদন্তে সহায়তা করছে।

ফিনল্যান্ডে আকাশ দুর্ঘটনা সাধারণত বিরল হলেও, এমন একটি সংঘর্ষের পর কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ সম্পর্কে দ্রুত তদন্ত শুরু করেছে।

- Advertisement -spot_img
সর্বশেষ

চাপ বাড়ছে ইসরায়েলের উপর, গাজায় নতুন হামলা বন্ধ করতে

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র আক্রমণ, বেসামরিক মানুষদের মানবিক পরিস্থিতি ও জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ...