Your Ads Here 100x100 |
---|
ভোলা প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চরফ্যাশন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালের বিরুদ্ধে একটি স্যাটেলাইট টিভি চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ মে) সন্ধ্যায় চরফ্যাশন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম দুলাল এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার এলাকার একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে আমাকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আসছে। তারা আমার পারিবারিক বিরোধকে ভিন্ন খাতে প্রবাহিত করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এতে আমার সম্মান ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে।”
তিনি অভিযোগ করেন, “একটি স্যাটেলাইট টিভি চ্যানেল এবং ফেসবুকে আমার বিরুদ্ধে যেসব তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সবার কাছে অনুরোধ করছি—এইসব অপপ্রচারে বিভ্রান্ত না হতে।”
এ সময় তিনি তার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার বিষয়টি তুলে ধরে বলেন, “তরিকুল ইসলাম মিলন, ফারুক, আরিফুর রহমান মঞ্জু, মন্টু, নুরুননবী সেন্টুসহ হামলার সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আমি দ্রুত তাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।