Your Ads Here 100x100 |
---|
ঢাকা মেডিকেল কলেজ মর্গে গণঅভ্যুত্থানে নিহত ছয় জনের মরদেহ এখনও বেওয়ারিশ অবস্থায় পড়ে আছে। বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল বিষয়টি নিশ্চিত করেছে। এখন পর্যন্ত মরদেহগুলো শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো মর্গের হিমাগারে রাখা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক হাসান ইনাম এ সব তথ্য জানান।
সেল সম্পাদক হাসান ইনাম বলেন, ‘ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে শহিদ ছয় জনের মরদেহ আছে বলে জানতে পেরেছি। শুক্রবার সকালে সেলের টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যান। শাহবাগ থানা থেকে ছয়টি মরদেহ হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করা হয়েছে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমাগারে রাখা হয়েছে। আমাদের বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ মর্গে গিয়ে সরেজমিনে মরদেহগুলো পরিদর্শন করেছে।’