Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
গত বছরের ৩০ নভেম্বর সবশেষ মাঠের ক্রিকেটে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে। আবুধাবি টি-টেন লিগের ওই ম্যাচের পর কেটেছে প্রায় ৬ মাস। অবশেষে মাঠের ক্রিকেটে ফেরার আপেক্ষা ফুরতে যাচ্ছে সাকিবের। ঠিক ১৬৯ দিন পর আবার মাঠে নামার অপেক্ষায় এখন এই অলরাউন্ডার। সব কিছু ঠিক থাকলে আজ রাতে পিএসএলের ম্যাচে দেখা যাবে সাকিবকে।
লম্বা সময় খেলার বাইরে থাকা সাকিব যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত আরব আমিরাতে এসে নিজ উদ্যোগে অনুশীলন করে নিজেকে তৈরি করে ছিলেন। আর এর মাঝে ভারত-পাকিস্তানে সংঘাতে সাময়িক পিএসএল স্থগিত হওয়া তার কপাল খুলে দিল। ফের চালু পিএসএলে কিছু খেলোয়াড়ের অনুপস্থিতির সুযোগে লাহোর কালান্দার্সে দল পেয়েছেন তিনি।
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় পেশোয়ার জালমির বিপক্ষে খেলবে লাহোর। অলরাউন্ডার হওয়ায় সাকিবের খেলার সম্ভাবনা উজ্জ্বল। সাকিব নিজেও মুখিয়ে আছেন।
পিএসএল খেলতে ইসলামাবাদ পৌঁছে সাকিব বলেন, ‘পিএসএলে আসতে পেরে রোমাঞ্চিত। কালকের (আজ) ম্যাচের জন্য মুখিয়ে আছি। আশা করি দারুণ ম্যাচ হবে।’
গত বছর ৫ অগাস্ট আওয়ামীলীগ সরকার পতনের পর বাজে সময় পার করছেন সাকিব। আওয়ামীলীগের সাংসদ থাকায় তার বিরুদ্ধে হয়েছে একাধিক মামলা।
ক্ষমতার পালাবদলের পর পাকিস্তান ও ভারত সফরে বাংলাদেশের হয়ে খেললেও এরপর থেকে তিনি আর সুযোগ পাননি। দেশে অবসরের ইচ্ছা জানালেও তাকে দেশে ফিরতেও দেওয়া হয়নি। বাংলাদেশের হয়ে সর্বশেষ তিনি মাঠে ছিলেন গত বছর অক্টোবরের শেষ দিকে হওয়া কানপুর টেস্টে।
এর মাঝে ইংলিশ কাউন্টি খেলে বোলিং অ্যাকশন অবৈধ হওয়ায় নতুন সংকটে পড়েন সাকিব। তিন দফা পরীক্ষার পর পান মুক্তি। তারপরও ক্রিকেটে ফেরা হচ্ছিলো না তার। পিএসএল করে সেই সুযোগ। এই আসরে সাকিব কেমন করেন তা দেখতে কৌতুহলী থাকবেন তার ভক্তরা।