27.4 C
Dhaka
রবিবার, মে ১৮, ২০২৫

আখাউড়া স্থলবন্দরে পড়বে ভারতের নিষেধাজ্ঞার প্রভাব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক:

কয়েকটি পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দেওয়ায় এর প্রভাব পড়বে দেশের অন্যতম রপ্তানিমুখী স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়। নিয়মিত যাওয়া প্লাস্টিক পণ্য ও তুলার বর্জ্য রপ্তানি বন্ধ হলে ব্যবসায়ীরা বেশ লোকসানের মুখে পড়বেন।

তবে নিষেধাজ্ঞা জারির পর রবিবার (১৮ মে) বন্দরের রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি। সকাল থেকে এ বন্দর দিয়ে মাছ রপ্তানি হয়।

তবে নিষেধাজ্ঞার আওতায় পড়া কোনো পণ্য রবিবার বন্দরে প্রবেশ করেনি। নিষেধাজ্ঞার পণ্য বন্দরে এলে ওপার থেকে কী সিদ্ধান্ত জানানো হয় সেটি দেখার অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা। পাশাপাশি তারা ওপারের ব্যবসায়ীদের সঙ্গে এ নিয়ে কথাও বলছেন।স্থলবন্দরের একটি সূত্র জানায়, চলতি অর্থবছরের ১১ মাসে এ বন্দর দিয়ে প্রায় সাড়ে চার শ কোটি টাকার পণ্য ভারতের আগরতলায় রপ্তানি হয়।এর মধ্যে এক থেকে দেড় শ কোটি টাকার প্লাস্টিক পণ্য ও তুলার বর্জ্য রপ্তানি হয় বলে ধারণা পাওয়া যায়।

 

আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, এ বন্দর দিয়ে বিপুল পরিমাণ তুলা বর্জ্য ভারতে রপ্তানি হতো। এ ছাড়া বিভিন্ন কম্পানির প্লাস্টিক পণ্য যেত। নিষেধাজ্ঞার কারণে এখন এসব পণ্য রপ্তানি করা যাবে না।বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট হাসিবুল হাসান রবিবার দুপুরে জানান, বন্দরের রপ্তানি কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। তবে যেসব পণ্য আমদানিতে ভারত নিষেধাজ্ঞা দিয়েছে সেগুলো তারা না নিলে তো ব্যাবসায়িক কার্যক্রমে প্রভাব অবশ্যই পড়বে।

- Advertisement -spot_img
সর্বশেষ

চাপ বাড়ছে ইসরায়েলের উপর, গাজায় নতুন হামলা বন্ধ করতে

আন্তর্জাতিক ডেস্ক: গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র আক্রমণ, বেসামরিক মানুষদের মানবিক পরিস্থিতি ও জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ...