Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আজ সোমবার (১৯ মে) ভোরে উপজেলা ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিজিবি আওতাধীন রাজাপাড়া সীমান্ত পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে।
গুলিবিদ্ধ যুবকের নাম মো. শামসুল হক (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
জানা গেছে, আহত শামসুল স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ শেষে উন্নত চিকিৎসার নিমিত্তে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে আশংকামুক্ত হওয়ায় তাকে হাসপাতাল হতে ছাড়পত্র প্রদান করা হয়েছে।
সামসুলের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ শামসুল হককে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন আশংকামুক্ত রয়েছেন।
সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, নাগরিকরা চোরাচালানী মালামাল আনার উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।