28.3 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

বিরল রোগে আক্রান্ত ব্যক্তিকে লন্ডনের ক্যাফে সেবা দিতে অস্বীকৃতি জানিয়েছে

জনপ্রিয়
আন্তর্জাতিক ডেস্ক :

- Advertisement -
Your Ads Here
100x100

বিরল জিনগত রোগে আক্রান্ত এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন, মুখের বিকৃতির কারণে তাকে লন্ডনের একটি ক্যাফেতে সেবা দিতে অস্বীকৃতি জানানো হয়েছে। ৩৫ বছর বয়সী অমিত ঘোষ নিউরোফাইব্রোমাটোসিস টাইপ ১ রোগে আক্রান্ত। তিনি জানান, এই অভিজ্ঞতা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

অমিত ঘোষ যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাস করেন এবং একজন মোটিভেশনাল বক্তা হিসেবে কাজ করেন।

জন্ম থেকেই নিউরোফাইব্রোমাটোসিস টাইপ ১-এ আক্রান্ত হওয়ায় তার মুখে টিউমারজনিত বিকৃতি রয়েছে। মাত্র ১১ বছর বয়সে এক অস্ত্রোপচারে তার বাম চোখ অপসারণ করা হয়। যার ফলে তার মুখের গঠন আরও পরিবর্তিত হয়ে যায়। ছোটবেলা থেকেই এই অবস্থার কারণে তিনি অবজ্ঞা ও সামাজিক বঞ্চনার শিকার হয়েছেন।
 

সম্প্রতি লন্ডনের একটি স্বাধীন কফি শপে গিয়ে অমিত এমন এক পরিস্থিতির মুখোমুখি হন যা তাকে অবাক করে দেয়। বিবিসিকে তিনি বলেন, ‘তারা আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি ভূত। ক্যাফের ওয়েটার হঠাৎ জানালো, তারা আর পরিবেশন করছে না এবং ঘুরে চলে গেল। কিন্তু আমি দেখছিলাম, তারা তখনও অন্যদের সেবা দিচ্ছিল।

’ 

এই ঘটনাটি অমিতের শৈশবের দুঃসহ স্মৃতিগুলোকে আবারও মনে করিয়ে দেয়। তবে সব কষ্টের মধ্যেও তিনি হার মানেননি। বরং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজে সচেতনতা ছড়াতে উদ্যোগী হয়েছেন। সম্প্রতি তিনি শিশুদের জন্য ‘বর্ন ডিফারেন্ট’ নামে একটি বই প্রকাশ করেছেন, যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে জীবনের বৈচিত্র্যকে মেনে নেওয়া যায়।

একটি পার্কে তার সঙ্গে ঘটে যাওয়া আরেকটি ঘটনা শেয়ার করে তিনি বলেন, ‘কয়েকজন ব্যক্তি এসে জিজ্ঞেস করল আমার মুখে কী হয়েছে।

আমি ভেবেছিলাম তারা কৌতূহলী। কিন্তু পরে তারা আমার মুখ নিয়ে হাসতে শুরু করল। একজন জানালো, আমার মতো মুখ থাকলে সে ঘর থেকেও বের হতো না।’ 

এই ধরণের নেতিবাচক অভিজ্ঞতার মধ্যেও আশার আলো জুগিয়েছেন তার স্ত্রী পিয়ালি। তার উৎসাহেই অমিত ২০২৩ সালে টিকটকে যোগ দেন এবং বর্তমানে তার প্রায় ২ লাখ অনুসারী রয়েছে। অমিতের মতে, প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে নিরাপত্তাহীনতায় ভোগে। কারও দেহে দৃশ্যমান পার্থক্য থাকুক কিংবা না থা্কুক, সবারই জীবনে চ্যালেঞ্জ আছে। আমি চাই মানুষ যেন নিজের পরিচয়কে ভালোবাসতে শেখে। নিজের প্রতি ভালোবাসা থেকেই আসে আত্মবিশ্বাস। অমিত ঘোষ এখন বিভিন্ন স্কুলে গিয়ে শিশুদের সঙ্গে তার জীবনের গল্প ভাগ করে নিচ্ছেন, যাতে তারা নিজের ব্যক্তিত্বকে গ্রহণ করে সমাজে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে পারে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...