27 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

অস্ট্রেলিয়ার নাগরিককে ১৩ বছরের কারাদণ্ড ,কারন ইউক্রেনের হয়ে লড়াই

জনপ্রিয়
 

- Advertisement -
Your Ads Here
100x100

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনের পক্ষে যুদ্ধ করতে গিয়ে রুশ বাহিনীর হাতে ধরা পড়া এক অস্ট্রেলিয়ান নাগরিককে ১৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার অধিকৃত পূর্ব ইউক্রেনের রাশিয়া নিয়ন্ত্রিত একটি আদালত ৩৩ বছর বয়সী অস্কার জেনকিন্সকে ভাড়াটে সেনা হিসেবে লড়াই করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে।

মেলবোর্নের এই স্কুলশিক্ষক ২০২৩ সালের ডিসেম্বর মাসে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে ধরা পড়েন। রাশিয়ান কৌশুলিরা জানান, তিনি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পৌঁছান এবং তাকে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে প্রতি মাসে ৬ লাখ থেকে ৮ লাখ রুবল (প্রায় ৫,৫০৪ পাউন্ড থেকে ৭,৩৩৯ পাউন্ড) পারিশ্রমিক দেওয়া হতো।

গত বছরের ডিসেম্বর মাসে একটি ভিডিও প্রকাশিত হয় যেখানে দেখা যায়, অস্কার জেনকিন্সের হাত বাঁধা, মুখে জখমের চিহ্ন এবং রুশ বাহিনী ঘিরে আছে। তারা তাকে জিজ্ঞাসা করছে, তিনি অর্থের বিনিময়ে ইউক্রেনে যুদ্ধ করছেন কি না?

জানুয়ারিতে জনকিন্সকে আটকের পর হত্যা করা হয়েছে এমন প্রতিবেদনের জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে অস্ট্রেলিয়া। এরপর থেকে অস্ট্রেলিয়া সরকার বার বার তার মুক্তির আহবান জানিয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘আমরা জেনকিন্সের পক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘৃণ্য শাসনের বিরুদ্ধে আমাদের বক্তব্য জোরালোভাবে উপস্থাপন করে যাব।

’ 

এ ছাড়া মার্চ মাসে ব্রিটিশ নাগরিক জেমস স্কট রিস অ্যান্ডারসনকে রুশ সামরিক আদালত ১৯ বছরের কারাদণ্ড দেয়। তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও ভাড়াটে যোদ্ধা হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছিল। ২২ বছর বয়সী অ্যান্ডারসন গত বছরের নভেম্বর মাসে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে ধরা পড়েন। ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনী আগস্টে হঠাৎ আক্রমণ চালিয়েছিল, যদিও পরে তারা পিছু হটে।

 

উল্লেখ্য, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রার আগ্রাসন শুরু করার ঠিক আগে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। রাশিয়ার মদদপুষ্ট বিদ্রোহীরা ২০১৪ সাল থেকেই ওই অঞ্চলে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে।

 

 

 

- Advertisement -spot_img
সর্বশেষ

‘আমি সবকিছু নিতে পারি না, দুম করে রিঅ্যাক্ট করে ফেলি’

  বিনোদন ডেস্কঃ ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও এসেছেন খবরের শিরোনামে। তবে এবার ব্যক্তিগত জীবনের নয়, বরং তার পেশাগত সাফল্য এবং...