28 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ট্রাম্পের টার্গেটে গ্রিণল্যান্ড; সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপ কেমন ?

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র গতকাল মঙ্গলবার আর্কটিক অঞ্চলের দ্বীপ গ্রিনল্যান্ড গিয়ে পৌঁছেছেন। তাঁর বাবা যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দ্বীপটি কিনে নেওয়ার প্রবল আগ্রহ ব্যক্ত করেছেন। যদিও কড়া বার্তায় গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, এটি বিক্রির জন্য নয়।

ট্রাম্প জুনিয়র গ্রিনল্যান্ডে তাঁর এ সফরকে ‘খানিকটা আনন্দভ্রমণ’ হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রচারমাধ্যম সিএনএনকে তিনি বলেছেন, ‘বাড়ির বাইরে সময় কাটানোর মানুষ হিসেবে এ সপ্তাহে গ্রিনল্যান্ডে থামতে পেরে আমি রোমাঞ্চিত।’

সম্প্রতি দ্বীপটি ভ্রমন করেছেন ডোনাল্ড ট্রাম জুনিয়র
সম্প্রতি দ্বীপটি ভ্রমন করেছেন ডোনাল্ড ট্রাম জুনিয়র

তবে ট্রাম্প জুনিয়রের সফর বিশ্বের বৃহত্তম এ দ্বীপ নিয়ে তাঁর বাবার পরিকল্পনা আসলে কী, সে বিষয়ে জল্পনাকল্পনাকে উসকে দিয়েছে।

গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পরের মাসেই ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর তাঁর দেশের মালিকানা প্রতিষ্ঠা নিয়ে প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালে দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, এর মালিকানা প্রতিষ্ঠা করাটা ‘খুবই প্রয়োজন’।

এ প্রসঙ্গে গতকাল ট্রাম্পের ফ্লোরিডা রিসোর্টে এক সংবাদ সম্মেলনে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, পানামা খাল ও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ পাওয়ার যে চেষ্টা তিনি করছেন, সেই প্রক্রিয়ায় সফল হতে কোনো ধরনের সামরিক ও অর্থনৈতিক বল প্রয়োগ করবেন না—বিশ্বকে তিনি এমন নিশ্চয়তা দিতে পারবেন কি না।

জবাবে কোনো রাখঢাক না করে ট্রাম্প বলেন, ‘না, ওই দুটোর কোনোটির বিষয়ে আমি আপনাদের কোনো নিশ্চয়তা দিতে পারছি না। তবে আমি এটা বলতে পারি, (যুক্তরাষ্ট্রের) অর্থনৈতিক নিরাপত্তায় আমাদের ওই দুটিই (পানামা খাল ও গ্রিনল্যান্ড) প্রয়োজন।’

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...