28 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

বানারীপাড়ায় ১৩টি ল্যাপটপসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বানারীপাড়া প্রতিনিধিঃ

বানারীপাড়ায় আন্তঃজেলা ল্যাপটপ চোর চক্রের মূলহোতাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩টি চোরাই ল্যাপটপ কম্পিউটার উদ্ধার করা হয়।

১৭ মে (শনিবার দিবাগত গভীর রাতে) গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ঢাকার সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে মাসুদ রানা (৩০), মো. হাসান (৩১) ও মো. রায়হান (৩৪) নামে তিন চোরকে গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে, একই রাতে বরিশাল জেলা ডিবি পুলিশের সহযোগিতায় বরিশাল মহানগরীর ফকির বাড়ি রোড এলাকা থেকে চক্রের মূলহোতা নুরুজ্জামান মিয়া (৩৪) কে গ্রেফতার করে পুলিশ। অভিযানে মোট ১৩টি চোরাই ল্যাপটপ উদ্ধার করা হয়।

সম্প্রতি বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের খলিসাকোঠা “মাধ্যমিক” বিদ্যালয়সহ দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ২৫টি কম্পিউটার চুরি হয়। এসব ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।এ বিষয়ে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা বলেন,

“বানারীপাড়ার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ চুরির ঘটনায় অভিযোগ এসেছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অভিযুক্তদের শনাক্ত করে সফলভাবে চারজনকে গ্রেফতার করেছি। চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

পুলিশের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। চুরি হওয়া আরও যন্ত্রপাতি উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...