30.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

“কুবি ইংরেজি বিভাগের লিবারেল মাইন্ডসের নতুন নেতৃত্বে জাহিদ ও রাজীব

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহশিক্ষা সংগঠন ‘লিবারেল মাইন্ডস’-এর ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি (ভিপি) পদে মো. জাহিদ হোসাইন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে রাজীব মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা দু’জনেই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রবিবার (১৮ মে) বিকেলে বিভাগের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনের অন্য দুই সদস্য ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন এবং সহকারী অধ্যাপক তারিন বিনতে এনাম।

কমিটি ঘোষণার সময় বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সহ-সভাপতি মো. জাহিদ হোসাইন বলেন,“আমাদের ক্লাবের মূল লক্ষ্য শিক্ষকদের পরামর্শে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ উন্নয়ন, বিশেষ করে সাংস্কৃতিক ও নেতৃত্বের গুণাবলি বৃদ্ধির মাধ্যমে বাস্তব জীবনের জন্য প্রস্তুত করা। দ্রুত পরিবর্তনশীল এই যুগে নেতৃত্ব, সৃজনশীলতা ও কার্যকর যোগাযোগের দক্ষতা অর্জনে লিবারেল মাইন্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

সাধারণ সম্পাদক রাজীব মিয়া বলেন,“লিবারেল মাইন্ডসের প্রতিটি সদস্য ইংরেজি বিভাগের সার্বিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। এবার থেকে প্রতিটি উইংয়ের নিয়মিত মাসিক কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই।”

সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি পদের জন্য পৃথকভাবে নির্বাচন আয়োজনের তফসিল পরবর্তীতে ঘোষণা করা হবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

ভিপি পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা

খবরের দেশ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ...