28 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ভারতীয়দের সতর্ক করল মার্কিন দূতাবাস

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস কঠোর সতর্ক বার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, ‘যদি আপনি আপনার অনুমোদিত সময়সীমার বেশি যুক্তরাষ্ট্রে থাকেন, তবে আপনাকে দেশত্যাগে বাধ্য করা হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে যাওয়ার উপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে। ’এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল।

সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, যেসব ভারতীয় নাগরিকরা সীমিত সময়ের ভিসা যেমন কর্মী, ছাত্র, পর্যটক ভিসায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ও যাদের ভিসার নির্দিষ্ট অনুমোদিত অবস্থানের সময়সীমা রয়েছে তাদের জন্য প্রযোজ্য।

অভিবাসন ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বিতর্কিত বিষয়। প্রেসিডেন্ট তার প্রথম কর্মদিবসে প্রথম নির্বাহী আদেশের মাধ্যমে তার মনোভাব স্পষ্ট করেন।

যুক্তরাষ্ট্রের ১৪তম সংশোধনীতে আমেরিকার মাটিতে জন্মগ্রহণকারী প্রায় সবাইকে নাগরিকত্ব প্রদানের বিধানের রয়েছে।  তবে, সেই সংশোধনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন ট্রাম্প। যদিও ওই নির্বাহী আদেশ এখন আইনি বাধার সম্মুখীন, তারপরও প্রশাসন অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠাচ্ছে, তাদের গ্রেপ্তার করছে এবং নিজ থেকে দেশে ফেরত যেতে উৎসাহ দিচ্ছে।

নতুন অভিবাসন নিয়ম অনুযায়ী, যারা যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি অবস্থান করছেন, তাদের সবাইকে ফেডারেল সরকারের কাছ থেকে নিবন্ধন নিতে হবে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...