Your Ads Here 100x100 |
---|
স্পোর্টস ডেস্কঃ
প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করে ফেলেছে লাহোর কালান্দার্স। অপেক্ষা শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রিন সিগন্যাল। ইতোমধ্যে এনওসি চেয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেটি পেলেই রিশাদ হোসেন, সাকিব আল হাসানের পর লাহোরে তৃতীয় বাংলাদেশি হিসেবে খেলবেন মিরাজ।
পিএসএলে মিরাজের খেলার সম্ভাবনার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, টাইগার অলরাউন্ডার এনওসি’র জন্য আজ আবেদন করেছেন। মিরাজ ২৫ মে অর্থাৎ আইপিএল ফাইনাল পর্যন্ত অনাপত্তি পত্র চান। এখন অপেক্ষা সেটি পাওয়ার।
মিরাজ আগে কখনও বিদেশি কোনো লিগে খেলেননি। জানা গেছে, পিএসএলের প্লে অফে ওঠা লাহোর ছাড়ছেন সিকেন্দার রাজা। তার বদলি হিসেবে মিরাজকে পেতে চায় ফ্র্যাঞ্চাইজিটি। কথা আপাতত পাঁকা। আজই বোর্ড থেকে এনওসি পেতে পারেন মিরাজ। পেলে দ্রুত সময়ের মধ্যেই ধরবেন পাকিস্তানের বিমান।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিবেচনায় নেই মিরাজ। তাই হয়ত তার ছাড়পত্র পেতে খুব বেশি বেগ পেতে হবে না। লাহোরের হয়ে আসর খেলছেন সাকিব। রিশাদ খেলে এসেছেন।
বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিবেচনায় নেই মিরাজ। তাই হয়ত তার ছাড়পত্র পেতে খুব বেশি বেগ পেতে হবে না। লাহোরের হয়ে আসর খেলছেন সাকিব। রিশাদ খেলে এসেছেন। এবার সাকিব-মিরাজের দেখাও হয়ে যেতে পারে লাহোরে।
পিএসএলে লাহোরের পরবর্তী ম্যাচ ২২ মে। এলিমেনটরের সেই ম্যাচেই সাকিব ও মিরাজকে একসঙ্গে একই দলে খেলতে দেখা যেতে পারে। এই মুহূর্তে লাহোর ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। তবে তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।