Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
বাংলাদেশিদের জন্য কুয়েতের ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। এখন থেকে বিশেষ অনুমতি ছাড়াই দেশটির ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশি নাগরিকরা। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, “বিশেষ অনুমতি ছাড়াই কুয়েতের ভিসা সুবিধা পাচ্ছেন বাংলাদেশিরা।” তিনি আরও উল্লেখ করেন, “সম্প্রতি দেশটিতে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।”
উপদেষ্টা জানান, “গেল এক সপ্তাহ ধরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও বাংলাদেশিদের জন্য কুয়েতের ভিসা উন্মুক্ত রাখা হয়েছে। তবে, কুয়েত ভিসা নিয়ে প্রতারণা না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছেন রাষ্ট্রদূত।”
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার আরেকটি পোস্টে জানান, তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় নানা হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি, সার্ভিস চার্জ ও কমিশন নিচ্ছিল, যা গ্রাহকদের ভোগান্তির কারণ হচ্ছিল।
এই প্রসঙ্গে তিনি বলেন, “বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা লেনদেনকে উৎসাহিত করতে এবার প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্ধারিত করা হয়েছে।”তিনি আরও জানান, “পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বাবদ গ্রাহকদের নিকট থেকে সর্বোচ্চ ৩০০ টাকা আদায়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর বেশি কোনো চার্জ বা কমিশন নেয়া যাবে না।”
এই দুই উদ্যোগ—একদিকে কুয়েতের ভিসা সহজকরণ এবং অন্যদিকে পাসপোর্ট ফি নির্ধারণ—বিদেশগামী বাংলাদেশিদের জন্য একটি বড় স্বস্তির খবর হিসেবে বিবেচিত হচ্ছে। এতে করে একদিকে যেমন বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে, তেমনি ব্যাংকিং প্রক্রিয়ায় স্বচ্ছতাও নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।