26.4 C
Dhaka
মঙ্গলবার, মে ২০, ২০২৫

গাজায় ‘অবাধ ও ব্যাপক’ সহায়তা নিশ্চিতের আহ্বান ফ্রান্সের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজা উপত্যকায় তাৎক্ষণিকভাবে ‘অবাধ ও ব্যাপক’ মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলে প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ নোয়েল বারো।

রোববার (১৮ মে) তার এ আহ্বানের কিছু সময় আগে গাজাবাসির জন্য ‘মৌলিক পরিমাণ’ খাদ্য সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দেন ইসরয়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ পোস্ট করে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লেখেন, তিন মাসের কূটনৈতিক চেষ্টার পর অবশেষে ইসরায়েল গাজায় মানবিক সহায়তার পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। তবে, এটি হতে হবে তাৎক্ষণিক, ব্যাপক ও বাধাহীন।

তিনি আরও বলেন, এই সহায়তা অবশ্যই গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির অবসান ঘটাবে এবং দুর্ভিক্ষের চূড়ান্ত পরিণতির ইতি টানবে।

এর আগে নেতানিয়াহুর দপ্তর থেকে বলা হয়, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ যেন না ঘটে, তা নিশ্চিত করতে মৌলিক পরিমাণ খাদ্য সহায়তা প্রবেশের অনুমোদন দেওয়া হবে।

গত ২ মার্চ থেকে গাজায় মানবিক সহায়তা অবরোধ করে রাখে নেতানিয়াহু সরকার। এরপর থেকেই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়, জাতিসংঘের বিভিন্ন সংস্থাসহ আন্তর্জাতিক নেতারা বারবার সেখানে দুর্ভিক্ষের আশঙ্কা করে আসছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...