30.3 C
Dhaka
মঙ্গলবার, মে ২০, ২০২৫

পাকিস্তানে সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে খেলার পরামর্শ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেও বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফর করবে। তবে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বিসিবিকে সীমান্তবর্তী স্টেডিয়াম এড়িয়ে খেলার পরামর্শ দিয়েছেন।

আজ জাতীয় ক্রীড়া পরিষদে এক সাংবাদিক সম্মেলনে আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানান, “পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসির কাছে জানতে চেয়েছিল। আমরা পাকিস্তান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি এবং ইতিবাচক রিভিউ পেয়েছি। তবে সীমান্তবর্তী স্টেডিয়ামগুলো এড়িয়ে খেলার জন্য বিসিবিকে নির্দেশনা দেওয়া হয়েছে।”

এছাড়া, বিসিবির গঠনতন্ত্র সংস্কারের বিষয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, “গঠনতন্ত্র সংস্কার একটি দীর্ঘ প্রক্রিয়া। তবে আমাদের হাতে সময় আছে এবং আমরা অবশ্যই এটি সংস্কার করব। বিসিবির সঙ্গে আলোচনা করে কার্যক্রম চালিয়ে যাব।”

ক্রীড়া মন্ত্রণালয় ২৮টি ফেডারেশনের অ্যাডহক কমিটি অনুমোদন করেছে। সার্চ কমিটির মেয়াদ শেষ হলেও তারা গঠনতন্ত্র পর্যালোচনায় কিছু কাজ করেছে। ক্রীড়া উপদেষ্টা জানান, “এই সপ্তাহের মধ্যেই বাকি ২৪ ফেডারেশনের অ্যাডহক কমিটি প্রকাশ করা হবে।”

বিসিবির সঙ্গে গেটমানি বিষয়েও আলোচনা হয়েছে, কিন্তু এখনো কোনো অর্থ প্রদান করা হয়নি। ক্রীড়া উপদেষ্টা বলেন, “নিয়ম না মানার একটি সংস্কৃতি ছিল, তবে আশা করি ভবিষ্যতে এমন হবে না।”

এছাড়া, জাতীয় স্টেডিয়ামের সংস্কার কার্যক্রম প্রায় শেষ। ২২ মে বাফুফে স্টেডিয়াম বুঝে নেবে এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হবে। “এটা ঢাকা প্রান্তিক অঞ্চলের দর্শকদের জন্য ভালো সুযোগ,” বলেন তিনি।

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...