27.5 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

শ্রমিকদের জীবনমান উন্নয়নে অঙ্গীকারবদ্ধ বর্তমান সরকার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

শ্রম খাত ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “শ্রমিকদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন সহজীকরণে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে। একইসঙ্গে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যও সরকার নিরলসভাবে কাজ করছে।”

সোমবার বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসেডর ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে আইএলও ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি রাষ্ট্রের সঙ্গে একাধিক বৈঠক করেছে। জাতীয় ও সেক্টরভিত্তিক পর্যায়ে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ প্ল্যাটফর্ম পুনরুজ্জীবিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।

চা বাগানের শ্রমিকদের প্রসঙ্গে তিনি বলেন, “চা শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।”

উপদেষ্টা আরও জানান, শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে এসেছে এবং তার সুপারিশ বাস্তবায়নে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যা প্রশিক্ষণ ও নীতিগত সহায়তা দেবে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। তিনি জানান, শ্রমিকদের অভিযোগ নিষ্পত্তির জন্য হটলাইন চালু করা হয়েছে এবং শ্রম অধিদপ্তরের সেবাগুলো ধাপে ধাপে অনলাইনভিত্তিক করা হচ্ছে।

এ সময় ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে শ্রম আইন সংশোধন, নারী শ্রমিকদের সুরক্ষা এবং চা শিল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...