28 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

সন্ধ্যা নামলেই ছিনতাই আতঙ্কে মানুষ বের হতে ভয় পাচ্ছে : ফারুক

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

সন্ধ্যা নামলেই রাজধানীসহ সারাদেশে ছিনতাই ডাকাতির আতঙ্ক চরমে—এমন বাস্তবতার কথাই তুলে ধরেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সোমবার (১৯ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ গণজাগরণ দল আয়োজিত ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

ফারুক বলেন, “পাড়া-মহল্লা থেকে শুরু করে রাজপথ—সবখানে ছিনতাইকারীদের দাপট। রাজধানীতে প্রকাশ্যে রিকশা আরোহীর ওপর হামলা হচ্ছে, এমনকি বাসের মধ্যেও মানুষ নিরাপদ বোধ করছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির সূচক ক্রমাগত নিচে নামছে।”

তিনি আরও বলেন, “মানুষ এখন সন্ধ্যার পর ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছে। অথচ সরকার দাবি করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে।”

আলোচনায় অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ বলেন, “দেশে অপরাধের হার বাড়ছে অথচ এত পুলিশ থাকার পরও পরিস্থিতির উন্নতি হচ্ছে না। কারণ, গত ১৫ বছরে পুলিশ বাহিনীতে দলীয়করণ হয়েছে। আওয়ামীপন্থিদেরই চাকরি দেওয়া হয়েছে। জনগণ এর চরম মূল্য দিচ্ছে।”

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফারুক বলেন, “মানুষ নির্বাচন চায়। দেরি না করে দ্রুত কার্যকর উদ্যোগ নিন। আওয়ামী লীগের দোসর যারা নির্বাচন বিলম্ব করতে চায়, তাদের চিহ্নিত করুন।”

সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি হাবিব আহমেদ আশিক। বক্তারা বলেন, নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই আইনশৃঙ্খলা ফিরিয়ে আনবে।

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...