27.5 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

নগর ভবন বন্ধ করে গায়ের জোরে আন্দোলন করছে বিএনপি: উপদেষ্টা আসিফ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে চলমান আন্দোলনকে ‘গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন’ বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

সোমবার (১৯ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “উচ্চ আদালতে বিচারাধীন নানা জটিলতা নিরসনের আগ পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয়। অথচ মহানগর বিএনপি গায়ের জোরে নগর ভবন দখল করে সিটি করপোরেশনের দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটাচ্ছে এবং জনদুর্ভোগ তৈরি করছে।”

পোস্টে তিনি দশটি যুক্তির মাধ্যমে ইশরাক ইস্যুতে আইনি প্রশাসনিক জটিলতা ব্যাখ্যা করেন। এর মধ্যে রয়েছে হাইকোর্টের রায় লঙ্ঘন করে ট্রাইব্যুনালের রায় প্রদান, একপাক্ষিক গেজেট প্রকাশ, স্থানীয় সরকার বিভাগের কোনো নির্দেশনা না থাকা, এবং বিষয়টি এখনো বিচারাধীন থাকা।

তিনি বলেন, “আইন মন্ত্রণালয়ের মতামত ছাড়াই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে, যা জটিলতা আরও বাড়িয়েছে। অবস্থায় শপথ প্রদান সম্ভব নয়।”

আসিফ মাহমুদ প্রশ্ন তোলেন, “কেন ইশরাক হোসেন ব্যক্তিগতভাবে আমাকে টার্গেট করছেন? এটা কোনো সাধারণ আন্দোলন নয়, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের পরিকল্পিত কর্মসূচি।”

তিনি জানান, জটিলতা নিরসন হলে স্থানীয় সরকার বিভাগ থেকে শপথ গ্রহণে কোনো আপত্তি থাকবে না। তবে রাজনৈতিক উদ্দেশ্যে নগর ভবন অবরোধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...