33.9 C
Dhaka
মঙ্গলবার, মে ২০, ২০২৫

“গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে হেগে লাখো মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ”

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

নেদারল্যান্ডসের হেগ শহরে গাজায় ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনের বিরুদ্ধে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) স্থানীয় সময় আয়োজিত এই বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় এক লাখ মানুষ—এমনটি দাবি করেছে আয়োজক সংস্থা অক্সফাম নোভিব।

শান্তিপূর্ণ এই বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে এবং গাজায় চলমান যুদ্ধ বন্ধে ডাচ সরকারের কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভকারীদের অনেকেই লাল পোশাক পরে অংশ নেন, যা ইসরায়েলের বিরুদ্ধে ‘রেড লাইন’ চিহ্নিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।

 "গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে হেগে লাখো মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ"ছবিঃ সংগৃহীত
“গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে হেগে লাখো মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ”ছবিঃ সংগৃহীত

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা যুদ্ধবিরতির দাবি জানানোর পাশাপাশি অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা নিশ্চিত করা এবং নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষার দাবি জানান।

ইসরায়েল-হামাস সংঘাত শুরুর পর ইউরোপজুড়ে ফিলিস্তিনপন্থি আন্দোলন জোরদার হয়েছে। তবে আয়োজকদের দাবি, গাজা ইস্যুতে এটি ছিল নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভ।

লাখ ৫০ হাজার মানুষের শহর হেগে শুধু স্থানীয়রা নন, আশপাশের শহর থেকেও বিপুলসংখ্যক মানুষ এই শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিয়েছেন। বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের সমর্থনে চলমান প্রতিবাদের ধারাবাহিকতায় এই মিছিল নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

- Advertisement -spot_img
সর্বশেষ

জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২১...