Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এছাড়া নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহর পরিবারের দেশত্যাগেও নিষেধাজ্ঞা এসেছে।
সোমবার দুদকের দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
দেশত্যাগে নিষেধাজ্ঞায় পড়া অন্যরা হলেন- নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, তার স্ত্রী হালিমা সুলতানা জিনিয়া, ছেলে সাদ আল জাবির আব্দুল্লাহ, দুই মেয়ে লাবিবা আব্দুল্লাহ ও মোসাম্মৎ হাবিবুন নাহার।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, দুদকের সহকারী পরিচালক সাজিদ-উর-রোমান ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে দুটি আবেদন করেন।
এক আবেদনে বলা হয়, সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলমান। তিনি দেশত্যাগ করার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন ঠেকানো প্রয়োজন।
আবু ইউসুফ পরিবারের নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান আবু ইউসুফ মো. আব্দুল্লাহ চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে তারা দেশত্যাগ করার চেষ্টা করছেন বলে দুদকের কাছে তথ্য রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।