28.4 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫

৮ মাসের সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছাড়েন অভিনেত্রী রুখসার রহমান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

বলিউড অভিনেত্রী রুখসার রহমান তাঁর অভিনয় জীবন এবং ব্যক্তিগত সংগ্রামের কাহিনি প্রকাশ করে ভক্তদের হৃদয় ছুঁয়েছেন। ‘পিকে’, ‘সরকার’, ‘উরি’ এবং ‘গড তুস্সি গ্রেট হো’ সিনেমাগুলিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে প্রশংসিত এই অভিনেত্রী সম্প্রতি হিউম্যানস অফ বম্বে-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, মাত্র ১৭ বছর বয়সে তার বলিউডে অভিষেক ঘটে দীপক আনন্দ পরিচালিত ‘ইয়াদ রাখেগি দুনিয়া’ সিনেমার মাধ্যমে।

কিন্তু তার অভিনয় জীবন দীর্ঘ হয়নি। পরিবার থেকে প্রবল বিরোধিতার মুখে মাত্র ১৯ বছর বয়সেই বিয়ে এবং সন্তান জন্ম দিতে হয় তাকে। কন্যাসন্তান আয়েশাকে কোলে নিয়ে দাম্পত্যে যখন ফাটল ধরে, তখন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটি নেন রুখসার। মাত্র ৮ মাস বয়সী সন্তানকে নিয়ে রাতের আঁধারে স্বামীর বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন।

মেয়ে আয়েশার সঙ্গে রুখসার রহমান ছবিঃ সংগৃহীত
মেয়ে আয়েশার সঙ্গে রুখসার রহমান ছবিঃ সংগৃহীত

তিনি বলেন, “চুপিচুপি বাড়ি থেকে বের হয়ে বাবার বাড়ির দরজায় গিয়ে দাঁড়াই। বাবা কোনো প্রশ্ন না করেই বলেন—সব ঠিক হয়ে যাবে।’”

পরবর্তীতে জীবিকা নির্বাহের জন্য রামপুরে একটি কাপড়ের দোকান খোলেন রুখসার। তবে অভিনয়ের প্রতি ভালোবাসা তাকে আবার টেনে আনে পর্দায়। ছোটখাটো চরিত্রে অভিনয় দিয়ে নতুন করে শুরু হয় তার ক্যারিয়ার। দ্বিতীয়বার পরিচালক ফারুক কবিরকে বিয়ে করলেও সেই সম্পর্কও ১৩ বছর পর বিচ্ছেদে গড়ায়।

রুখসার বলেন, “আমার জীবনে বারবার ভেঙে পড়ার মতো সময় এসেছে, কিন্তু আমি জানতাম—আমি যা ভালোবাসি, তা একদিন আমাকে ফিরিয়ে আনবেই।”

- Advertisement -spot_img
সর্বশেষ

বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাজ্ঞাপণ

আবু মাহাজ ,ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলায় জুলাই শহীদদের সমাধিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শ্রদ্ধাজ্ঞাপণ করা হয়েছে। আজ ৫ আগষ্ট সকালে মান্যবর...