28 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

‘আমি সবকিছু নিতে পারি না, দুম করে রিঅ্যাক্ট করে ফেলি’

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বিনোদন ডেস্কঃ

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি আবারও এসেছেন খবরের শিরোনামে। তবে এবার ব্যক্তিগত জীবনের নয়, বরং তার পেশাগত সাফল্য এবং আত্ম উপলব্ধির কথাই উঠে এসেছে। সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘রঙিলা কিতাব’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হন তিনি। একই সঙ্গে সিনেমাটি সেরা ওটিটি কন্টেন্ট হিসেবেও পুরস্কার পায়।

পুরস্কার গ্রহণের পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের মেজাজ সমালোচনার প্রসঙ্গে খোলামেলা কথা বলেন পরীমনি। তিনি বলেন, “আর দশজন মানুষের মতো আমারও রাগ, দুঃখ, কষ্ট অভিমান হয়। কিন্তু আমি সব কিছু নিতে পারি না। হুট করেই রিঅ্যাক্ট করে ফেলি, আর সেটাই মানুষ নিতে পারে না।”

জনপ্রিয়তা ও ‘নায়িকা’ পরিচয়ের চাপ যে তাকে এক ধরনের বাউন্ডারিতে ফেলে দিয়েছে, সে কথাও উল্লেখ করেন তিনি। পরীমনির ভাষায়, “সবাই বলে—নায়িকা হয়ে এসব করা যায় না। তখন নিজেকে আড়াল করার চেষ্টা করি, কিন্তু তা পারি না।”

তিনি আরও বলেন, “আমি যত চাই ঝামেলা এড়িয়ে চলতে, ততই ঝামেলাগুলো এসে জেঁকে বসে। এখন আমি বিশ্বাস করি—সব ঝামেলা নিয়েই বাঁচতে হবে।”

ব্যক্তিগত জীবন আচরণের কারণে প্রায়ই সামাজিক মাধ্যমে আলোচনায় আসেন পরীমনি। প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা প্রকাশ্য অভিব্যক্তির জন্য তাকে নিয়ে চলে নানা সমালোচনা। তবে অভিনেত্রীর দাবি, এসব ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলাতে চান তিনি।

পুরস্কার জয়ের পর ছেলে পুণ্যকে নিয়ে হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে পরীমনি লেখেন, “আমার এই অর্জন আমার দর্শকদের জন্য উৎসর্গ করছি। এটি আপনাদের।”

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...