Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী এক সাহসী পদক্ষেপ নিয়ে আবারও উঠে এলেন আলোচনায়। ‘তুমি যাকে ভালোবাসো’ গানে কণ্ঠ দিয়ে ২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জেতা এই গায়িকা সম্প্রতি নিজের দীর্ঘদিনের শারীরিক সমস্যার কথা প্রকাশ করলেন সামাজিক মাধ্যমে। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম (PMS)-এ ভুগছেন।
স্ট্যাটাসে ইমন লিখেছেন, “পিএমএস মেয়েদের খুবই গুরুতর সমস্যা। নিজের যত্ন নিন। ধ্যান করুন, ব্যায়াম করুন, ভালো করে খাওয়া-দাওয়া করুন। আর যদি কিছুই করতে ইচ্ছে না করে, তাহলে বিশ্রাম নিন— এরপর কাজে ফিরুন।” তিনি আরও লেখেন, “আমি অনেক দিন ধরে এ সমস্যায় ভুগছি। এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং জানি, এটা সামলে উঠতে পারব।”
পিএমএস কী?
প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম হলো এমন কিছু উপসর্গের সমষ্টি যা অনেক নারী মাসিকের ১-২ সপ্তাহ আগে অনুভব করেন। সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে— মাথাব্যথা, পেট ফাঁপা, মন খারাপ, অকারণে কান্না, খাবারে অরুচি ও শরীরের বিভিন্ন অংশে ব্যথা। অনেক সময় এই উপসর্গ এতটাই তীব্র হয় যে, কাজ বা স্কুল মিস করতে হয়।
বিশেষজ্ঞদের মতে, হরমোনের ওঠানামাই এর মূল কারণ হতে পারে। সাধারণত ৩০ বছর বয়সি নারীদের মধ্যেই এই সমস্যার প্রবণতা বেশি দেখা যায়।
ইমনের সাহসী পোস্টের পর বহু নেটিজেন নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেউ বলেছেন, “পিএমএস থাকলে ডিপ্রেশন আরও খারাপ হয়”, কেউ বা লিখেছেন, “একই সমস্যায় ভুগেছি, ভালো গাইনোকোলজিস্টের পরামর্শে সুস্থ হয়েছি।”
ইমনের এই খোলামেলা স্বীকারোক্তি নারীদের স্বাস্থ্য সচেতনতায় নতুন আলো ফেলেছে—এমনটাই মত নেটদুনিয়ার।