28 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

ক্ষমা চাইলেন বিএনপি নেতা ইশরাক হোসেন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

বিএনপি নেতা ঢাকার সাবেক মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিতর্কিত অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে ছবি তোলার ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছেন। সোমবার (১৯ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।

ইশরাক লেখেন, “১৬ মে একটি স্বনামধন্য টিভি চ্যানেলের আমন্ত্রণে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলাম। অনুষ্ঠানে কারা থাকবেন বা কাকে পুরস্কার দিতে হবে—এই বিষয়ে আমার কোনো পূর্বজ্ঞান ছিল না।”

তিনি আরও বলেন, “অনুষ্ঠানে একজন অতি বিতর্কিত ব্যক্তির সঙ্গে আমার ছবি ওঠে, যাকে আমি চিনতাম না এবং তার কর্মকাণ্ড সম্পর্কেও ওয়াকিবহাল ছিলাম না। ২০১৫ সালে দেশের বাইরে থাকায় অনেক ঘটনাই আমার চোখ এড়িয়ে গেছে। এটি আমার সীমাবদ্ধতা। আমি অনাকাঙ্ক্ষিত সেই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

প্রসঙ্গত, ওই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পূর্বে ‘পেট্রোল সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করা চঞ্চল চৌধুরীর হাতে পুরস্কার তুলে দেন ইশরাক। চঞ্চল চৌধুরী এবার ‘তুফান’ সিনেমা চরকির ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ সিরিজে অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ওটিটি) ব্রেকথ্রু পারফরম্যান্স বিভাগে পুরস্কার পান।

নিয়ে সামাজিক মাধ্যমে বিএনপির অনেক নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করেন। ইশরাক তাদের উদ্দেশে বলেন, “আপনাদের মনে যে আঘাত লেগেছে, আমি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি।”

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...