32.1 C
Dhaka
রবিবার, আগস্ট ১০, ২০২৫

বানারীপাড়ায় দক্ষিণ নাজিরপুর বিদ্যালয়ে প্রধান শিক্ষক জামালের ফেরার খবরে শিক্ষকদের-শিক্ষার্থী প্রতিবাদ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ার দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক বিতর্কিত প্রধান শিক্ষক মোঃ জামাল হোসেনের পুনরায় যোগদানের খবরে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মাঝে। ১৮ মে, ২০২৫ তারিখে বিদ্যালয়ে সকাল থেকেই স্থানীয়দের ভিড় জমে এবং বিদ্যালয়ের চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামাল হোসেন পেছনের দরজা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে প্রধান শিক্ষকের চেয়ারে বসার চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন।

বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী এবং শিক্ষক অভিযোগ করেন, জামাল হোসেন প্রধান শিক্ষক থাকাকালে স্বেচ্ছাচারিতার চরম নিদর্শন দেখিয়েছেন। তিনি শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেছেন, সরকারি উপকরণ ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন এবং ছাত্রীদের প্রতি অনুপযুক্ত আচরণ করেছেন। এ ছাড়াও, তিনি একজন কর্মচারী আব্দুল হাইকে মানসিকভাবে চাপ দিয়ে বিপর্যস্ত করে তোলেন, যার ফলে আব্দুল হাই স্ট্রোক করে মৃত্যুবরণ করেন। তার মেয়ে মৃত্যুর জন্য জামাল হোসেনকে দায়ী করে বিচার দাবি করে বিক্ষোভ করেন।

এক শিক্ষার্থী জানায়, জামাল হোসেন একটি মেয়েকে নির্ধারিত পোশাক না পরার কারণে সবার সামনে লাঞ্ছিত করেন। এমনকি তার বিরুদ্ধে একাধিক ছাত্রীকে শারীরিকভাবে হয়রানির অভিযোগও উঠেছে।

এছাড়া, জামাল হোসেন ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর স্বেচ্ছায় পদত্যাগ করেন, কিন্তু পরে ১৪ সেপ্টেম্বর একটি জিডিতে দাবি করেন, জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হয়েছিল। তবে, তদন্তে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হওয়ায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি আদালত জিডি খারিজ করে দেন।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি জামাল হোসেন পুনরায় স্কুলে ফিরে আসেন, তাহলে তারা ক্লাস বর্জনসহ কঠোর প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করবেন।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

গাজীপুরে সাংবাদিক হত্যা–মিজান ও গোলাপীর অন্ধকার জগৎ

খবরের দেশ ডেস্ক: ভয়ংকর এক অন্ধকার জগতের বাসিন্দা কেটু মিজান। দিনে দিনে তিনি আরও হিংস্র হয়ে ওঠেন। গ্রেপ্তারের পরও তাঁর...