28 C
Dhaka
সোমবার, মে ১৯, ২০২৫

১৭ পুলিশ সুপারকে বদলি, তালিকা প্রকাশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে। সোমবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহবুবুর রহমানের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলি ঘোষণা করা হয়।

নতুন পদায়নের মধ্যে উল্লেখযোগ্য হলো, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার এস এম নাসিরুদ্দিনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বদলি করা হয়েছে, এবং শিল্পাঞ্চল পুলিশের এ কেএম জহিরুল ইসলামকে শিল্পাঞ্চল পুলিশে ফেরত পাঠানো হয়েছে। পাশাপাশি, পুলিশ সদর দপ্তরের ড. মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বদলির মধ্যে রয়েছে, ১৩ এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে, সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশের নতুন অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। আরও, পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে ১৩ এপিবিএনে এবং আরএমপির এস এম শফিকুল ইসলামকে জিএমপির উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছে—পুলিশ সদর দপ্তরের মো. জান্নাতুল হাসান, পাকশি রেলওয়ে পুলিশের মো. শাহাব উদ্দীন, পিবিআইয়ের পুলিশ সুপার শাহ মমতাজুল ইসলাম, ডিএমপির উপ-কমিশনার আ স ম শামসুর রহমান ভুঁঞা, এসবির পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, নৌ পুলিশের পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, পিবিআইয়ের পুলিশ সুপার শেখ জয়নুদ্দীন, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নুর রেজওয়ানা পারভীর এবং এসবির পুলিশ সুপার এ কে এম আক্তারুজ্জামান।

এই ব্যাপক বদলি ব্যবস্থা পুলিশ প্রশাসনের নতুন কাজের ধারা এবং কার্যক্রমের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

কাশিমপুর কারাগারে নুসরাত ফারিয়া

  বিনোদন ডেস্কঃ অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয়...