30.2 C
Dhaka
মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫

ভুয়া টিকিটে বিমানে ওঠার চেষ্টা, অতঃপর!

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে ভুয়া টিকিট দিয়ে এক ব্যক্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন। তবে প্লেনে ওঠার আগের ধাপে নিরাপত্তা তল্লাশির সময় তাকে আটক করা হয়।

সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আমান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ সংবাদমাধ্যমকে বলেন, জাল টিকিট পাসপোর্টসহ ঘোরাঘুরির সময় নিরাপত্তাকর্মীরা একজনকে আটক করে। নিরাপত্তাকর্মীর সঙ্গে তিনি আবোল-তাবোল কথা বলছিলেন। তাই তাকে আটক করে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪৩৭ কক্সবাজার যাওয়ার শিডিউল ছিল। আটক ব্যক্তি টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ অর্থাৎ বোর্ডিং পাস না নিয়েই নিরাপত্তা তল্লাশিতে চলে যান।

সূত্র জানায়, বোর্ডিং পাস ছাড়াই দ্বিতীয় ধাপের নিরাপত্তা তল্লাশি শেষ করে ওই ব্যক্তি বিমানে উঠার উদ্দেশে এগিয়ে যান। তবে বোর্ডিং পাস চেক করার সময় তিনি ধরা পড়েন। বিমানকর্মীদের তিনি তার পাস দেখাতে পারেননি। পরে বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের অফিসে নেওয়া হয়েছে।

সর্বশেষ রাত সাড়ে ৮টা পর্যন্ত তাকে বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

ভিপি পদে প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা

খবরের দেশ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভিপি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ...