25 C
Dhaka
মঙ্গলবার, মে ২০, ২০২৫

‘নজরুল পদক ২০২৫’ এবার দুই গুণীজনের হাতে

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মাননা ‘নজরুল পদক ২০২৫’ এবার পাচ্ছেন গবেষণায় অধ্যাপক ড. রশিদুন নবী এবং সংগীতে জনাব ইয়াকুব আলী খান। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কমিটি সোমবার (১৯ মে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নজরুল-চেতনার বহুমাত্রিকতায় তাঁদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য এই দুই গুণীজনকে সম্মানিত করা হচ্ছে।

‘নজরুল পদক’ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিবছর সাহিত্য, সংগীত, গবেষণা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের প্রদান করা হয়ে থাকে। এ পদক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন সম্মাননা হিসেবে বিবেচিত।

এ বিষয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) বলেন, “ড. রশিদুন নবী এবং ইয়াকুব আলী খান — উভয়েই নিজ নিজ ক্ষেত্রে নজরুল-চেতনা ও ভাবধারার বিকাশে অসামান্য অবদান রেখেছেন। তাঁদের সম্মান জানাতে পেরে বিশ্ববিদ্যালয় গর্বিত।”

জানা গেছে, আগামী জুন মাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘নজরুল পদক ২০২৫’ তুলে দেওয়া হবে।

 

- Advertisement -spot_img
সর্বশেষ

ইশরাকের শপথ , রিটের আদেশ বুধবার

  খবরের দেশ ডেস্ক : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ...