Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
নারী নির্যাতন মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। সোমবার রাতে রাজধানীর ডেমরার শারুরিয়ার আমতলার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে নোবেলকে আদালতে পাঠানো হবে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
গায়ক নোবেল একসময় তার কণ্ঠশৈলীর জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করলেও, সাম্প্রতিক বছরগুলোতে তিনি ব্যক্তিগত নানা বিতর্কে জড়িয়ে পড়েন। একাধিক বিয়ে, সংসার ভাঙন ও মাদকাসক্তির অভিযোগে প্রায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।
২০১৯ সালে সালসাবিল মাহমুদকে বিয়ে করে আলোচনায় আসেন নোবেল। তবে মাদক ত্যাগ না করায় সে সংসারও টেকেনি। ২০২৩ সালের শেষ দিকে তার আরেকটি বিয়ের খবর সামনে আসে।
এর আগেও ২০২৩ সালে প্রতারণার এক মামলায় তাকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ ছিল, একটি অনুষ্ঠানে গান গাওয়ার কথা বলে আয়োজকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েও তিনি উপস্থিত হননি।
নোবেলের বিরুদ্ধে বিতর্ক থেমে থাকেনি। ২০২৩ সালে কুড়িগ্রামে ফুলবাড়ী ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে তার উচ্ছৃঙ্খল আচরণে ক্ষুব্ধ হয়ে দর্শকরা জুতা ও পানির বোতল ছুড়ে মারেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
প্রসঙ্গত, ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’য় অংশ নিয়ে আলোচনায় আসেন মাইনুল আহসান নোবেল। সেখান থেকে ব্যাপক পরিচিতি পেলেও পরে তার ক্যারিয়ার ব্যক্তি জীবনজনিত কারণে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়।