25 C
Dhaka
মঙ্গলবার, মে ২০, ২০২৫

ঈদের ছুটির আগেই দেশে ফেরার ইচ্ছা লিটনদের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

স্পোর্টস ডেস্কঃ

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে ৬ কিংবা ৭ জুন। তার আগেই পাকিস্তান থেকে দেশে ফিরতে চান সফররত টাইগার ক্রিকেটাররা। বিসিবি সূত্র জানিয়েছে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের আরজি জানিয়েছেন ক্রিকেটাররা। সেই কারণে কমতে পারে সিরিজে ম্যাচ।

দুবাইয়ে এখন তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলছে বাংলাদেশ। আগামীকাল সবশেষ ম্যাচটি খেলে সরাসরি পাকিস্তান পৌঁছাবে লিটন ব্রিগেড। মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে সূচি অনুযায়ী পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা। সেটি কমে তিনটিতে আসতে পারে। ভেন্যু হতে পারে একটি।

তবে পাকিস্তান সফরে বাংলাদেশ দল যাচ্ছে, এটা মোটামুটি নিশ্চিত। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেটারদের মতামত জানতে আরব আমিরাতে যান বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। রোববার যান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটারদের মতামত নিয়ে পাকিস্তান সফরের বিষয়টি চূড়ান্ত হয়। তবে ক্রিকেটাররা দেশে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের জন্য আগে ফিরে আসতে চান।

সূচি অনুযায়ী, ২৫ মে শুরুর কথা ছিল সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেদিন হবে পিএসএলের ফাইনাল। তাই বাংলাদেশের সিরিজ যে পিছিয়ে যাচ্ছে, তা নিশ্চিত।

৬ জুন কোনো ফ্লাইট নেই। তার আগেই বাংলাদেশ দল দেশে ফিরে আসবে। একটি সূত্র জানিয়েছে, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরিবর্তে পিসিবিকে তিন ম্যাচ খেলার প্রস্তুাব দিয়েছে বিসিবি। দুই দেশের ক্রিকেট বোর্ড চায় ঈদুল আজহার আগে সিরিজ শেষ করতে।

ভারত-পাকিস্তান সংঘাতের ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত ছিল এক সপ্তাহ। এর প্রভাব পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফরে। সূচি অনুযায়ী, ২৫ মে শুরুর কথা ছিল সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেদিন হবে পিএসএলের ফাইনাল। তাই বাংলাদেশের সিরিজ যে পিছিয়ে যাচ্ছে, তা নিশ্চিত। নতুন সূচিতে ২৭ মে থেকে সিরিজ শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি। তবে ঈদ সামনে রেখে কমতে পারে ম্যাচের সংখ্যা!

- Advertisement -spot_img
সর্বশেষ

ইশরাকের শপথ , রিটের আদেশ বুধবার

  খবরের দেশ ডেস্ক : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ...