25 C
Dhaka
বুধবার, মে ২১, ২০২৫

বিবেচনা করা হচ্ছে মহার্ঘ ভাতা : অর্থ উপদেষ্টা

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্ক :

আগামী অর্থবছরে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া যায় কি না, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আসছে অর্থ বছরে (২০২৫-২৬) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে কি না তা বিশেষভাবে বিবেচনা করছে সরকার। এ বিষয়ে একটি কমিটি কাজ করছে। হয়তো একটু সময় লাগবে কিন্তু হওয়ার সম্ভাবনা মোটামুটি। সরকার কখন থেকে দিতে পারবে, কত দিতে পারবে এর জন্য কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সময় তিনি বলেন, আজকের বৈঠকে এলএনজিসহ কয়েকটি পণ্য তাড়াতাড়ি আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে, চলতি বছরের ৯ জানুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেসুর রহমান জানান, সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি শিগগিরই বাস্তবায়ন হবে।

তবে এ ঘোষণা নিয়ে জনমাধ্যমে আলোচনা ও সমালোচনার পর, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানানো হয়- সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এবং আপাতত মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে না। এক পর্যায়ে ২৮ জানুয়ারি সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারি কর্মকতা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া বা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান অর্থ উপদেষ্টা।

- Advertisement -spot_img
সর্বশেষ

পুতিন পরিদর্শন করলেন ইউক্রেন সীমান্তের কুরস্ক অঞ্চল

    আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল পরিদর্শন করেছেন। ক্রেমলিনের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস...