25 C
Dhaka
মঙ্গলবার, মে ২০, ২০২৫

নাফিজ সরাফতের ২০ তলা ভবনসহ বিপুল সম্পত্তি জব্দের নির্দেশ

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

খবরের দেশ ডেস্কঃ

পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফতের বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২০ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে জব্দের আদেশ চেয়ে আবেদন করেন সংস্থাটির উপপরিচালক মো. মাসুদুর রহমান।

জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে নাফিজ সরাফতের নামে রয়েছে- দেশের বিভিন্ন জায়গায় থাকা ছয়টি ফ্ল্যাট ও একটি ফ্ল্যাটের অর্ধেক, একটি ২০ তলা ভবনসহ দুটি বাড়ি, চারটি প্লট এবং চারটি নাল ও চালা জমি। তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদের নামে থাকা পাঁচটি ফ্ল্যাট এবং তিনটি উচু নাল ও চালা জমিও জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে রয়েছে।

এছাড়া জব্দের আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে তার ছেলে রাহিব সাফওয়ানের নামে থাকা সাতটি ফ্ল্যাট রয়েছে। এসব সম্পত্তি ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।

দুদকের আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সরাফত ও অন্যদের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎসহ মানিলন্ডারিংয়ের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে দুদক। তথ্য পর্যালোচনায় দেখা যায় যে, নাফিজ সরাফত, তার স্ত্রী ও তার পুত্রের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে এবং তারা পলাতক রয়েছেন।

প্রাথমিকভাবে প্রাপ্ত স্থাবর সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাপ তথা দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূতভাবে অর্জন করা হয়েছে মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। তারা এসব সম্পত্তি হস্তান্তর, স্থানান্তর, বন্ধক বা বেহাত করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযোগের সাথে সংশ্লিষ্ট নিম্নোক্ত স্থাবর সম্পত্তিসমূহ অবিলম্বে জব্দ করা আবশ্যক।

এর আগে গত ২২ জানুয়ারি চৌধুরী নাফিজ সরাফতের নামে আরব আমিরাতের দুবাইতে থাকা দুইটি ফ্ল্যাট জব্দের আদেশ দেন একই আদালত। তার আগে গত ৭ জানুয়ারি নাফিজ সরাফাত পরিবারের বাড়ি, জমি ও ১৮টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত।

- Advertisement -spot_img
সর্বশেষ

ইশরাকের শপথ , রিটের আদেশ বুধবার

  খবরের দেশ ডেস্ক : বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ...