Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
গাজায় ইসরাইলের চলমান সংঘর্ষের জবাবে ইসরাইলের হাইফা বন্দরের বিরুদ্ধে তথাকথিত ‘সমুদ্র অবরোধ’ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সোমবার ইরান-সমর্থিত গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক টেলিভিশন ভাষণে এ ঘোষণা দেন।
ভাষণে সারিয়া বলেন, এই ঘোষণার মুহূর্ত থেকে উক্ত বন্দরটিকে লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত করা হলো। এই বন্দর বা এতে যাতায়াতকারী সব জাহাজ সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে এখনই বিষয়টি অবহিত করা হচ্ছে।
হুথিরা গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ছুড়ে যাচ্ছে। যদিও তারা যুক্তরাষ্ট্রের জাহাজের ওপর হামলা স্থগিত রাখতে রাজি হয়েছে।তাদের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রই ইসরাইল কর্তৃপক্ষ প্রতিহত করেছে।
যুক্তরাষ্ট্র চলতি বছরের ১৫ মার্চ থেকে ইয়েমেনের ওপর বড় ধরনের বিমান হামলা শুরু করে। এই হামলা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর পশ্চিম এশিয়ায় সবচেয়ে বড় মার্কিন সামরিক অভিযান।
এর অংশ হিসেবে ইয়েমেনের বিভিন্ন অঞ্চল এক হাজারেরও বেশি বার মার্কিন বিমান ও নৌবাহিনীর হামলার শিকার হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ৮ মে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত করেন। এনবিসি নিউজ জানিয়েছে, গত মার্চ থেকে চালানো অভিযানে যুক্তরাষ্ট্রের ১০০ কোটি ডলারেরও বেশি খরচ হয়েছে। যার মধ্যে হামলায় ব্যবহৃত হয়েছে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র।