25 C
Dhaka
বুধবার, মে ২১, ২০২৫

সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানি বৃহস্পতিবার

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।

বুধবার (২১ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল, সঙ্গে ছিলেন জাকির হোসেন ভূঁইয়া। এর আগে, ১৪ মে হাইকোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করে জরিমানা স্থগিত করেন এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুবাইদা রহমানকে জামিন দেন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিতর্কিত ‘ওয়ান-ইলেভেন’ সরকারের আমলে তারেক রহমান, ডা. জুবাইদা রহমান এবং তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ ছিল, সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের।

২০২৩ সালের ২ আগস্ট, মামলার বিচার শেষে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে নয় বছর এবং ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

রায়ে, দুদক আইনের ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর এবং ২৭(১) ধারায় ছয় বছরের সাজা দেওয়া হয়। একই সঙ্গে তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়।

ডা. জুবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করা হয়।

সাজা ঘোষণার দীর্ঘ সময় পর, চলতি বছরের ১৩ মে হাইকোর্ট ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে আপিল গ্রহণের পথ সুগম করে। এরপর তিনি আনুষ্ঠানিকভাবে আপিল দায়ের করেন।

জুবাইদা রহমানের পক্ষের আইনজীবীরা হলেন এস. এম. শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল এবং জাকির হোসেন ভূঁইয়া।

অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল করিম।

বর্তমানে জামিনে থাকা জুবাইদা রহমানের মামলার পরবর্তী শুনানির জন্য নির্ধারিত দিনেই মূল আপিলের মীমাংসা হবে কি না, তা নির্ভর করবে আদালতের কার্যক্রমের ওপর।

- Advertisement -spot_img
সর্বশেষ

কিশোরগঞ্জে আমার সংবাদ ও ডেইলী পোস্টের প্রতিনিধি সম্মেলন

  কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় দৈনিক আমার সংবাদ ও ডেইলী পোস্ট-এর উপজেলা প্রতিনিধি সম্মেলন ও পরিচয়পত্র বিতরণ...