25 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

গান এর বিচারক কুমার বিশ্বজিৎ

বিচারক হিসেবে ছিলেন দেশের কিংবদন্তি চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ।

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

স¤প্রতি ব্যতিক্রমী এক প্রভিভা অন্বেষনের আয়োজন করে ধ্রব মিউজিক স্টেশন। তারা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা তুমুল মেধাবী যারা একসঙ্গে লিখতে পারে, সুর করতে পারে এবং গাইতেও পারে, সংগীতের এমন অলরাউন্ডারদের তুলে আনার জন্য আয়োজন করে ‘ধ্রæব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার। এটিতে বিচারক হিসেবে ছিলেন দেশের কিংবদন্তি থেকে শুরু করে এই প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা।

ই তালিকায় রয়েছেন চিরসবুজ গায়ক কুমার বিশ্বজিৎ। আরো ছিলেন বাপ্পা মজুমদার, ইমরান মাহমুদুল, তরুণ মুন্সী, মিলন মাহমুদ, শাওন গানওয়ালা, কিশোর দাস, কাজী শুভ ও বেলাল খান।

এবার আসছে প্রতিযোগিতার বিজয়ীদের সেরা গানগুলো। গানগুলো প্রকাশের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রæব মিউজিক স্টেশন। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি বিজয়ী প্রতিযোগীদের সাথে নিয়ে আনুষ্ঠানিকভাবে গান প্রকাশের উদ্বোধনী আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের কর্ণধার সঙ্গীতশিল্পী ধ্রæব গুহ জানিয়েছেন আজ থেকে পর্যায়ক্রমে গানগুলো ধ্রæব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পাশাপাশি প্রকাশ পাবে দেশি ও আর্ন্তজিাতিক একাধিক অ্যাপএ।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...