Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্ক :
ভবিষ্যতে কারও বাসায় গিয়ে মব সৃষ্টির চেষ্টা করা হবে না- এই মর্মে মুচলেকা দিয়ে সমন্বয়কদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা বিভাগের ডিসি মাসুদ আলম।
তিনি বলেন, রাজধানীতে যে কোনো ধরনের মব সৃষ্টির ব্যাপারে ডিএমপি জিরো টলারেন্স বলেও জানান ডিসি মাসুদ।
বুধবার (২১ মে) দুপুরে রাজধানীতে পৃথক দুটি চাঞ্চল্যকর হত্যা মামলায় ১৪ জনকে গ্রেপ্তার বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এদিকে থানা থেকে সমন্বয়কদের ছাড়িয়ে নেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে। তাকে আগামী তিন দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ধবার (২১ মে) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এই নোটিশ পাঠানো হয়।
নোটিশে বলা হয়েছে, গত মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে তিন জনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় কমিটি কর্তৃক ওই তিনজনের অন্যতম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকতা স্খলনজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয়। এতদ্বসত্ত্বেও, আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনের মুচলেকা প্রদান করে থানা থেকে তাদের জামিন করিয়েছেন।
এতে আরও বলা হয়েছে, ওই ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো।