Your Ads Here 100x100 |
---|
খবরের দেশ ডেস্কঃ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণ ইস্যুতে রাজপথ না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার (২১ মে) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ নির্দেশনা দেন তিনি।
ফেসবুক পোস্টে ইশরাক লেখেন, “নির্দেশ একটাই—যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।”
এর আগে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার (২২ মে) দিন ধার্য করেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এদিন আদেশের জন্য ধার্য করে।
আজ বুধবার আদেশের জন্য দিন নির্ধারিত থাকলেও পুনরায় শুনানি অনুষ্ঠিত হয়। পরে আদালত বৃহস্পতিবার রায়ের জন্য নতুন দিন নির্ধারণ করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। ইশরাক হোসেনের পক্ষে শুনানিতে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
গত ১৪ মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর দাবিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়। একই রিটে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয়েছে।
রিটটি দায়ের করেন ডিএসসিসির বাসিন্দা মো. মামুনুর রশিদ, যার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কাজী আকবর আলী।
প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পরাজিত হন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। পরে ২০২৪ সালের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল শেখ ফজলে নূর তাপসের বিজয় বাতিল করে ইশরাককে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করে। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাককে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা করে।
তবে এখনও পর্যন্ত শপথগ্রহণ হয়নি, যার দাবিতে নগর ভবন ঘেরাও করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ইশরাকের সমর্থকরা। গত কয়েকদিন ধরে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন। আজও নগর ভবন ও আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন তারা।