26 C
Dhaka
বুধবার, মে ২১, ২০২৫

“ইসরায়েলি বিক্ষোভকারীদের বাধায় গাজায় ত্রাণ প্রবেশে অচলাবস্থা” —

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজায় ত্রাণসামগ্রী প্রবেশ ঠেকাতে ইসরাইলের কারেম আবু সালেম সীমান্ত ক্রসিংয়ে জড়ো হয়েছেন একদল ইসরাইলি বিক্ষোভকারী। দেশটির গণমাধ্যম ‘আরুতস শেভা’ জানিয়েছে, বিক্ষোভকারীরা ত্রাণবাহী ট্রাকগুলোর পথ আটকে দিয়েছেন। খবর আল-জাজিরার।

বিক্ষোভকারীদের একজন রেউত বেন হাইম বলেন, ‘গাজায় ত্রাণ পাঠানো এক অকল্পনীয় অবিচার। হামাস এখনো আমাদের জিম্মিদের আটকে রেখেছে। আমরা চুপচাপ বসে থাকতে পারি না।’ এরপর তাকে পুলিশ গ্রেফতার করে।

আরেকজন বিক্ষোভকারী আসরিয়েল ম্যাকলেভ বলেন, ‘গাজায় কোনো রকম সাহায্য পাঠানো জাতীয় আত্মহত্যার সমান।’ তিনি ঘোষণা করেন, এ উন্মাদনা ঠেকাতে প্রতি সপ্তাহে আমরা শত শত রিজার্ভ সেনা নিয়ে এখানে আসব। প্রতিটি ট্রাক এ যুদ্ধকে দীর্ঘায়িত করছে। যতক্ষণ না সব জিম্মি মুক্ত হয়, ততক্ষণ কোনো সাহায্য নয়।

তিন মাসেরও বেশি সময় ধরে গাজায় কোনো খাদ্যসহায়তা প্রবেশ করতে দেয়নি ইসরাইল। মঙ্গলবার কেবল হাতে গোনা কিছু ট্রাকই সেখানে পৌঁছেছে। এবার সেসব ট্রাকও আটকে দিচ্ছে উগ্রপন্থি ইসরাইলি বিক্ষোভকারীরা।

জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠন অভিযোগ করছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইল অনাহারকে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে, ফলে প্রায় ৫ লাখ মানুষ চরম খাদ্য সংকটে পড়েছে।

এদিকে গাজায় আজ বুধবার ভোর থেকে বিকাল চারটা পর্যন্ত ৪২ জন ফিলিস্তিনিকে হামলা করে হত্যা করেছে ইসরাইল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবমতে, এ পর্যন্ত উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৭৩ জন। আর আহত হয়েছেন এক লাখ ২১ হাজার ৬৮৮ ফিলিস্তিনি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

- Advertisement -spot_img
সর্বশেষ

আসিফ ও মাহফুজের পদত্যাগ চাই : ইশরাক

  খবরের দেশ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ...