Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চল পরিদর্শন করেছেন। ক্রেমলিনের বরাতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এই খবর নিশ্চিত করেছে।
তাস তাদের প্রতিবেদনে জানায়, পুতিন কুরচাতভ শহরে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং নির্মাণাধীন কুরস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন।
রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, স্যুট পরিহিত পুতিন স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলছেন।
এসময় পুতিন অভিযোগ করেন, ইউক্রেনীয় বাহিনী এখনো রাশিয়ার সীমান্তের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। একইসঙ্গে, তিনি কুরস্ক অঞ্চলের বাস্তুচ্যুত মানুষজন নিজ নিজ ঘরে ফিরে যেতে পারে তার জন্য দ্রুত মাইন অপসারণে তাগাদা দেন।
উল্লেখ্য, গত বছর রাশিয়ার কুরস্কে আকস্মিক অভিযান চালিয়ে ১০০টি বসতি নিয়ন্ত্রণে নেয় ইউক্রেন। এরপর টানা অভিযানে অঞ্চলটি পুরোপুরি পুনর্দখলের দাবি করে আসছে মস্কো।
গত মাসে পুতিন ঘোষণা করেন, কুরস্ক পুরোপুরি পুনর্দখল করা হয়েছে এবং সেই যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারাও অংশ নেয়।
তবে ইউক্রেন বলছে, তারা এখনো অঞ্চলটিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে এবং সেটিকে ভবিষ্যত শান্তি আলোচনার জন্য একটি কৌশলগত হাতিয়ার হিসেবে দেখছে।
গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আমরা কুরস্ক ও বেলগোরদ অঞ্চলে সক্রিয় অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের সীমান্ত রক্ষায় আমরা আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাচ্ছি।