26 C
Dhaka
বুধবার, মে ২১, ২০২৫

মেহজাবীন আন্তর্জাতিক উৎসবে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন

জনপ্রিয়
বিনোদন ডেস্ক :

- Advertisement -
Your Ads Here
100x100

টরন্টো চলচ্চিত্র উৎসব দিয়ে যাত্রা শুরু করে মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ জায়গা করে নিয়েছেন বুসান, রেড সি, গোথেনবার্গ চলচ্চিত্র উৎসব, ওসাকা, ডালাস চলচ্চিত্রসহ একাধিক উৎসবে।

নতুন খবর হলো, যুক্তরাজ্যের ৩৩তম রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন মেহজাবীন। যেই খবরে স্বভাবতই উচ্ছ্বসিত এই অভিনেত্রী।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত যে আমাকে আন্তর্জাতিক অনেক প্রতিভাবান শিল্পীর সঙ্গে একই তালিকায় মনোনয়ন দেওয়া হয়েছে।

একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য বড় অর্জন। আমি চাই আরো ভালো কাজ করতে, আরো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে।’ 

জানা গেছে, রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবের ৩৩তম আসর শুরু হবে ১৮ জুন এবং চলবে ২৭ জুন পর্যন্ত। এ আসরে ‘সাবা’ ন্যারেটিভ ফিচার বিভাগে প্রদর্শিত হবে।

প্রথম সিনেমার পরিচালক হিসেবে মাকসুদ হোসাইনের মনোনয়নের পাশাপাশি ডিসকভারি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছে সিনেমাটি। 

বিভিন্ন উৎসবে প্রদর্শিত হলেও ‘সাবা’ এখনো দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

- Advertisement -spot_img
সর্বশেষ

আসিফ ও মাহফুজের পদত্যাগ চাই : ইশরাক

  খবরের দেশ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ...