26 C
Dhaka
বুধবার, মে ২১, ২০২৫

পাকিস্তানের বেলুচিস্তানে স্কুলবাসে বিস্ফোরণ, প্রাণ গেল ৫ জনের

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদারে ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন, যাদের মধ্যে তিনজন শিশু। বুধবার (২১ মে) সকালে জিরো পয়েন্টের কাছে একটি স্কুলবাসে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। পাকিস্তান সেনাবাহিনী ও রাজনৈতিক নেতৃত্ব এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এজেন্টদের মাধ্যমে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। শিশু ও নিরীহ নাগরিকদের লক্ষ্য করে এ ধরনের হামলাকে তারা “কাপুরুষোচিত ও ঘৃণ্য” বলে অভিহিত করেছে।

আইএসপিআর আরও জানায়, ভারতের ‘বুনয়ানুম মারসুস’ অপারেশন ব্যর্থ হওয়ার পর দেশটি এখন সন্ত্রাসকে রাষ্ট্রীয় নীতিতে পরিণত করেছে। এ হামলা মানবতা ও নৈতিকতার চরম লঙ্ঘন, যা ভারতের আসল চেহারা উন্মোচন করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, হামলার পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে, এবং ভারতের মুখোশ আন্তর্জাতিক অঙ্গনে উন্মোচন করা হবে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক বিবৃতিতে বলেন, “নিরীহ শিশু ও শিক্ষকদের ওপর হামলা এক বিভৎস ও অমানবিক কাজ।” তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান এবং আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দেন। নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

- Advertisement -spot_img
সর্বশেষ

আসিফ ও মাহফুজের পদত্যাগ চাই : ইশরাক

  খবরের দেশ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ...