Your Ads Here 100x100 |
---|
আন্তর্জাতিক ডেস্কঃ
উত্তর-পূর্ব চেক প্রজাতন্ত্রের ক্রকোনোসে পর্বতমালায় পাহাড়ে উঠতে গিয়ে এক অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হলেন দু’জন পর্বতারোহী। দুর্গম সেই অঞ্চলে হঠাৎই তারা খুঁজে পান একটি রহস্যময় অ্যালুমিনিয়াম বাক্স। বাক্সটি খুলতেই চোখ ধাঁধানো এক সোনার গুপ্তধনের সন্ধান মেলে, যার বর্তমান বাজারমূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৩৬ লাখ টাকা।
আশ্চর্যজনকভাবে ওই বাক্সে পাওয়া গেছে ৫৯৮টি সোনার মুদ্রা, ১০টি সোনার ব্রেসলেট, একটি পাউডার কম্প্যাক্ট ও একটি চিরুনি। মুদ্রাগুলোর মধ্যে একটি রয়েছে ১৯২১ সালের, যা থেকে বিশেষজ্ঞদের ধারণা—এই গুপ্তধন প্রায় শত বছর পুরনো।
স্থানীয় প্রত্নতত্ত্ববিদ মিরোস্লাভ নোভাক জানান, ওই দুজন অভিযাত্রী নাম প্রকাশ না করার শর্তে গুপ্তধনের সম্পূর্ণ সংগ্রহ পূর্ব বোহেমিয়ার এইচরাডেক ক্রালোভে শহরের জাদুঘরে হস্তান্তর করেছেন। প্রথমে একটি মুদ্রা বিশেষজ্ঞ সেগুলোর পরীক্ষা-নিরীক্ষা শুরু করেছেন।
ক্রকোনোসে পর্বতমালা পর্যটকদের কাছে জনপ্রিয় একটি গন্তব্য হলেও, এমন ঐতিহাসিক আবিষ্কারের ঘটনা এটিই প্রথম। বিশেষজ্ঞদের ধারণা, এই সোনার বক্সটি হয়তো কোনো ধনী পরিবার যুদ্ধকালীন সময়ে লুকিয়ে রেখেছিল, অথবা এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর লুকানো সম্পদ হতে পারে।
এই চাঞ্চল্যকর আবিষ্কারের পর স্থানীয় ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা নতুন করে গবেষণায় নেমেছেন। তবে এখনো পর্যন্ত কারা এই গুপ্তধন পাহাড়ের গভীরে লুকিয়ে রেখেছিল এবং কী উদ্দেশ্যে—তা অমীমাংসিতই রয়ে গেছে।