26 C
Dhaka
বুধবার, মে ২১, ২০২৫

মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা হতে পারে ৬ জুন

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

 

আন্তর্জাতিক ডেস্কঃ

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আগামী ৬ জুন (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। কুয়েতের আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টারের জ্যোতির্বিদ্যা বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে।

গালফ নিউজের এক প্রতিবেদনে আজ বুধবার (২১ মে) জানানো হয়, ২৮ মে সূর্যাস্তের পর কুয়েতের আকাশে ৪৩ মিনিটের জন্য নতুন চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। এতে নতুন মাসের সূচনা হবে এবং সেই হিসেব অনুযায়ী হজের মূল দিন, অর্থাৎ আরাফার দিন পড়বে বৃহস্পতিবার (৫ জুন)। এরপরদিন শুক্রবার (৬ জুন) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে।

এ প্রেক্ষিতে কুয়েতের মন্ত্রিসভা ৫ থেকে ৯ জুন পর্যন্ত সকল সরকারি প্রতিষ্ঠান ও সংস্থার কার্যক্রম স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ফলে এবার ঈদ উপলক্ষে কুয়েতে পাঁচদিনের সরকারি ছুটি থাকবে। এরপর ১০ জুন (মঙ্গলবার) থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। তবে যারা বিভিন্ন খাতে বিশেষায়িতভাবে কাজ করে, তারা নিজেদের ছুটির সময়সূচি নিজেরা নির্ধারণ করতে পারবে বলে জানিয়েছে সরকার।

ঈদুল আজহা মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এটি ‘ত্যাগের উৎসব’ নামে পরিচিত। মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম (আ.) যখন পুত্র হজরত ইসমাইল (আ.)-কে উৎসর্গ করতে উদ্যত হন, তখন আল্লাহর কৃপায় ইসমাইল (আ.)-এর পরিবর্তে কোরবানি হয় একটি পশু। সেই স্মৃতিকে কেন্দ্র করেই মুসলিম বিশ্বে ঈদুল আজহায় পশু কোরবানি করা হয়।

- Advertisement -spot_img
সর্বশেষ

আসিফ ও মাহফুজের পদত্যাগ চাই : ইশরাক

  খবরের দেশ ডেস্ক : অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ...