26 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

ছুরিকাহত বলিউড তারকা সাইফ আলী খান

জনপ্রিয়
- Advertisement -
Your Ads Here
100x100

শরীরে ছয়টি ছুরিকাঘাতের ক্ষত নিয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান।

সাইফের অস্ত্রোপচার চলছে বলে লীলাবতী হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো লিখেছে, বৃহস্পতিবার ভোর চারটার দিকে এক ব্যক্তি অভিনেতার বান্দ্রার বাড়িতে প্রবেশ করে। সেখানে সাইফ আলী খানকে ছুরিকাঘাত করে সে। ধারণা করা হচ্ছে হামলাকারী চুরি করতেই ওই বাড়িতে ঢুকেছিল।

প্রাথমিক তথ্যের বরাত দিয়ে ইনডিয়া টিভি লিখেছে, ‘চোর’ বাড়িতে ঢোকার পর বাড়ির গৃহকর্মীরা চিৎকার শুরু করে। তাতেই ঘুম ভাঙে পতৌদির নবাব পরিবারের ছেলে সাইফের। সে সময় সেই চোর এক গৃহকর্মীর সঙ্গে ধস্তাধস্তিতে জড়ায়। তখন ওই গৃহকর্মীকে বাঁচাতে গিয়ে ছুরিকাহত হন সাইফ।

ঘটনার পরপরই হাসপাতালে যান সাইফ আলী খান। খবর পেয়ে পুলিশও তার বাড়িতে যায়। ইনডিয়ান এক্সপ্রেস লিখেছে, ইতোমধ্যে এ ব্যাপারে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

লীলাবতী হাসপাতালের সিইও নীরাজ উত্তমানী ইনডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, সাইফের শরীরে ছুরিকাঘাতের ছয়টি ক্ষত ছিল, তার মধ্যে দুটি বেশ গভীর। ছুরির একটি কোপ ছিল মেরুদণ্ডের খুব কাছে।

সাইফ আলী খান                                                                    সাইফ আলী খান

“আঘাত কতটা গুরুতর সেটা আমরা বলতে পারব অস্ত্রোপচার শেষ হওয়ার পর।”

পুলিশ জানিয়েছে এ ঘটনায় সাইফের বাড়ির তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া ওই বাড়িতেই থাকা সাইফের দুই ছেলে তৈমুর আলী খান ও জাহাঙ্গীর আলী খানকে নিয়ে তার স্ত্রী নায়িকা কারিনা কাপুর নিরাপদে আছেন।

- Advertisement -spot_img
সর্বশেষ

শেখ হাসিনা ফিরে এলে জনগনই ব্যবস্থা নিবে- বিএনপি মহাসচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অনেকেই আশঙ্কা করছেন, ফ্যাসিবাদী চরিত্র নিয়ে শেখ হাসিনা আবারো ফিরে...