Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
পশ্চিমবঙ্গের আলোচিত তারকা দম্পতি যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন ছড়িয়েছে টলিপাড়ায়। সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন এই যুগল। বিষয়টি সামনে আসতেই নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা—তবে কি সম্পর্কে ফাটল ধরেছে?
সম্পর্কের শুরু থেকেই নানা বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন যশ-নুসরাত। একসঙ্গে ছবি প্রচার, পারিবারিক মুহূর্ত শেয়ার, ছেলেকে নিয়ে খুশির ছবি—সবই ছিল চোখে পড়ার মতো। এমনকি কিছুদিন আগেও ‘আড়ি’ ছবির প্রচারে হাতে হাত ধরে হাজির হয়েছিলেন তারা। কিন্তু সেই উষ্ণতা যেন হঠাৎ করেই উবে গেছে!
সম্প্রতি যশ ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেন, যার বার্তা ছিল, “সবশেষে, তোমার পাশে কেবল নিজেই থাকো।” এই পোস্টকে ঘিরেই শুরু হয়েছে আলোচনা। এরই মধ্যে যশের প্রথম পক্ষের ছেলের সঙ্গে একটি ছবিও প্রকাশ্যে এসেছে। অন্যদিকে, নুসরাত একই সময়ে তার ছেলে ঈশানের ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
যশ ও নুসরাত দু’জনই একে অপরের দ্বিতীয় জীবনসঙ্গী। প্রথম স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর থেকেই যশের সঙ্গে নতুন করে জীবন শুরু করেন নুসরাত। এরপর ছেলে ঈশান জন্মগ্রহণ করে এবং তিনজন মিলে গড়ে ওঠে একটি নতুন পরিবার।
তবে বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই প্রশ্ন তুলছেন—এই দম্পতির সম্পর্ক কি তবে ভাঙনের পথে? যদিও এখনো যশ বা নুসরাত কেউই আনফলো ইস্যু কিংবা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।