Your Ads Here 100x100 |
---|
বিনোদন ডেস্কঃ
বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি হেরা ফেরি-র তৃতীয় কিস্তি নিয়ে যখন উত্তেজনার পারদ চূড়ায়, ঠিক তখনই মন খারাপের খবর দিলেন অভিনেতা পরেশ রাওয়াল। জানিয়েছেন, তিনি থাকছেন না হেরা ফেরি থ্রি-তে। আর এরপরই শুরু হয়েছে জল্পনা-কল্পনা, তর্ক-বিতর্ক এবং আইনি লড়াই।
পরেশ রাওয়ালের জনপ্রিয় চরিত্র ‘বাবু ভাইয়া’ ছিল হেরা ফেরি সিরিজের প্রাণ। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত হেরা ফেরি এবং ২০০৬ সালের ফির হেরা ফেরি-তে তার অভিনয় দর্শকদের মনে জায়গা করে নেয়। সেই ধারাবাহিকতায় দীর্ঘ ১৯ বছর পর নির্মাণ হতে যাচ্ছে তৃতীয় কিস্তি—হেরা ফেরি থ্রি।
নতুন এই সিনেমা ঘিরে যখন চূড়ান্ত প্রস্তুতি চলছিল, তখন হঠাৎ জানা গেল, অভিনেতা পরেশ রাওয়াল সিনেমাটি করছেন না। এই অবস্থায় অভিনেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছেন ছবির প্রযোজক এবং সহ-অভিনেতা অক্ষয় কুমার। তার প্রযোজনা সংস্থা কেপ অব গুড ফিল্মস থেকে পাঠানো আইনি নোটিশে পরেশের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ এনে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ২৫ কোটি টাকা।
নোটিশে বলা হয়েছে, পরেশ রাওয়াল শুটিংয়ের মাঝপথে সিনেমা থেকে সরে গেছেন, ফলে নির্মাণে আর্থিক ও সময়ের ক্ষতি হয়েছে। অক্ষয়ের পক্ষ থেকে বলা হয়েছে, হলিউডের মতো বলিউডেও পেশাগত চুক্তির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।
সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানান, তিনি তথাকথিত কমেডি সিনেমায় আর অভিনয় করতে চান না। যদিও এই সিদ্ধান্তের পেছনের সুনির্দিষ্ট কারণ তিনি প্রকাশ করেননি। তবে তার ভাষ্যে স্পষ্ট—এটা কোনো আর্থিক বা সৃজনশীল মতবিরোধের কারণে নয়।
সূত্র বলছে, ‘হেরা ফেরি থ্রি’-তে পরেশকে তার স্বাভাবিক পারিশ্রমিকের তিনগুণ প্রস্তাব দেওয়া হয়েছিল, তবুও তিনি সিনেমাটি করতে রাজি হননি।
চলতি বছরের এপ্রিলে প্রিয়দর্শনের পরিচালনায় শুরু হয়েছিল হেরা ফেরি থ্রি-এর শুটিং। অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়াল একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান। সেই সময় দর্শকদের প্রত্যাশা ছিল চূড়ায়। কিন্তু শুটিং কিছুদূর এগোনোর পরেই পরিস্থিতি পাল্টে যায়।
হেরা ফেরি মানেই রাজু, ঘনশ্যাম আর বাবু ভাইয়া—এই ত্রয়ীর অনবদ্য কেমিস্ট্রি। তাদের হাস্যরসাত্মক সংলাপ আর দৃশ্য এখনো নস্টালজিয়ার অংশ হয়ে আছে বহু দর্শকের মনে। তাই বাবু ভাইয়ার অনুপস্থিতির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেছেন অসংখ্য ভক্ত।
একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, “হেরা ফেরি উইদাউট বাবু ভাইয়া ইজ লাইক পিজা উইদাউট চিজ।”
যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বাবু ভাইয়ার চরিত্রে নতুন কাউকে দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে। পরেশ রাওয়ালের সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির জন্য একটি বড় ধাক্কা, তবে ভক্তদের আশা—‘হেরা ফেরি থ্রি’ তাদের আবার হাসির সেই পুরোনো দিনে ফিরিয়ে নিয়ে যাবে।